জাতীয়

ডা. সিরাজুল ইসলামের স্মরণসভা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্র ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ডা. সিরাজুল ইসলাম স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  বিএমএ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।ডা. মো. জামাল উদ্দিন খলিফার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ডা. মো. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব ডা. বদিউজ্জামান ডাবলু, বিএমএ-এর সভাপতি অধ্যাপক ডা. মো. মাহমুদ হাসান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা মো. এম ইকবাল আর্সলান।এমইউ/আরএস/আরআইপি

Advertisement