চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক পুলিশ সদস্য ও সদর হাসপাতালের দুইজন সিনিয়র স্টাফ নার্সসহ আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন ও মারা গেছেন একজন।
Advertisement
শুক্রবার (৮ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ২৮ জনের নমুনা পরীক্ষারে রিপোর্ট আসে। এর মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ। এছাড়াও বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের এক পুলিশ সদস্য রয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ওই পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুইজন সিনিয়র স্টাফ নার্স ও দামুড়হুদা উপজেলার তিন জন রয়েছেন।
Advertisement
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই যুবক।
সালাউদ্দীন কাজল/আরএআর/জেআইএম