আন্তর্জাতিক

করোনার মধ্যেই ভূমিকম্প ইরানে

সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। এর মধ্যেই ভূমিকম্প আঘাত হানল ইরানে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisement

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও সাতজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করেছেন।

তিনি জানিয়েছেন, শুক্রবার ভোরে তেহরানের পূর্বাঞ্চলে ভূমিকম্পের সময় পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তেহরানের এক বাসিন্দা জানিয়েছেন যে, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সামাজিক মাধ্যমের বেশ কিছু ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন মধ্যরাতে রাস্তায় নেমে এসেছে। ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

Advertisement

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় দামাভান্দ শহর। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২ মাইল।

টিটিএন/এমএস