দেশজুড়ে

এবার নওগাঁয় কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

নওগাঁ জেলা যুবলীগ ও ছাত্রলীগ কৃষকদের ধান কেটে ধরে তুলে দেয়ার জন্য ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল। তারা অসহায় কৃষকদের ধান কাটা-মাড়াইয়ে সহযোগিতা করছেন। করোনা সংকটকালে স্বেচ্ছাসেবী হিসেবে এবার জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কাটা মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়েছে। ওই কৃষকের নাম রশিদুল ইসলাম। সদর উপজেলা মশরপুর এলাকার বাসিন্দা তিনি।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মশরপুর এলাকার সোনালি অটোর পাশে ১২ কাঠা জমির ধান কাটা মাড়াই করে দেন ছাত্রদলের ২৫ জন সদস্য। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জনি ও সেতু, যুগ্ম সম্পাদক সোহাগ, রায়হান, রুহুল, আজিজুল, নিশান, সাংগঠনিক সম্পাদক বাদশা, মানবাধিকার সম্পাদক আবু রায়হান সদস্য হাবিব সহ ছাত্রনেতা রাজু ও সজিব ফারদিন।

নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা ছাত্রদল সহযোগিতার হাত বাড়িয়েছি।

Advertisement

তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এজন্য আমরা জেলা ছাত্রদল কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আব্বাস আলী/এএম/পিআর