আন্তর্জাতিক

আমিরাতে একদিনে করোনা আক্রান্ত ৫০২, মৃত ৮

সংযুক্ত আরব আমিরাতে একদিনে ৫০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৪০ জন। মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৭২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Advertisement

এদিকে আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাহিরে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রমজান মাস উপলক্ষে পুরো আমিরাতের লকডাউন শিথিল করা হয়েছে। তবে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে- বাইরে মাস্ক পরিধান না করলে ১ হাজার জরিমা নির্ধারণ করা হয়েছে। বেশকিছু সড়কে বাস চালু হয়েছে। দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে।

আমিরাতে সম্প্রতি ‘আমার ভিসা’ সেন্টারের অধীনে সকল কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভিসার যাবতীয় কার্যক্রম চলবে। জেনারেল ডাইরেক্টর অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার অ্যাফেয়ার্স এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

রমজান উপলক্ষে স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতে জাতীয় নির্বীকরণ কর্মসূচির সময় পরিবর্তন করেছেন।

এমআরএম/এমকেএইচ