আন্তর্জাতিক

আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

আফ্রিকায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্বের সবচেয়ে দুর্বল স্বাস্থ্যসেবা খাত নিয়ে আফ্রিকায় এ সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাতে জানিয়েছে, আফ্রিকা মহাদেশের দেশগুলোতে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে ৫১ হাজার ৬৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ২ হাজার ২ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৯০ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আফ্রিকায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়; ৭ হাজার ৮০৮ জন। তারপর ৭ হাজার ৫৮৮ জন কোভিড-১৯ রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসর। এরপর মরক্কোতে ৫ হাজার ৪০৮, আলজেরিয়ায় ৪ হাজার ৯৯৭ জন আক্রান্ত।

দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত পাহাড়ি দেশ লেসেথোতে শুধু এখন পর্যন্ত কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। এছাড়া মহামারি এই রোগে আলজেরিয়ায় ৪৭৬, মিসরে ৪৬৯ এবং মরক্কোতে ১৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যায় কমিউনিটি সংক্রমণ শুরু হওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আফ্রিকা অঞ্চলের প্রধান বৃহস্পতিবার এই উদ্বেগের কথা জানান। কিছু কিছু দেশ বড় শহর লকডাউন শুরু হলেও এখন তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

তবে আফ্রিকার অনেক দেশ লকডাউন প্রত্যাহার করে নিলেও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এছাড়া অঞ্চলটির বেশিরভাগ দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শর্তসাপেক্ষে ব্যবসাকেন্দ্রগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এসএ

Advertisement