চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত পিএইচপি গ্রুপের একটি কারখানার এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় কারখানাটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।
জানা গেছে, সাধারণ ছুটিতেও ওই ফ্যাক্টরিতে কাজ চলছিল। এর মধ্যে ফোরম্যান হিসেবে কর্মরত ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দেড়শ’ কর্মচারীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। একইসঙ্গে কারখানাটি লকডাউন করে দেয়া হয়।
ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘একজন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বড় কুমিরা এলাকায় অবস্থিত পিএইচপির একটি কারখানা লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ফোরম্যান হিসেবে কর্মরত। পাশাপাশি তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
Advertisement
প্রসঙ্গত, বুধবার (৬ মে) চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে দুইজন সীতাকুণ্ডের বাসিন্দা। এ নিয়ে সীতাকুণ্ডে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় সাতজনে।
আবু আজাদ/এইচএ/এমকেএইচ