দেশজুড়ে

কুড়িগ্রামে পুলিশের ওসিসহ ১০ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, ফুলবাড়ি উপজেলায় ২ জন এবং ভূরুঙ্গামারী উপজেলায় ৩ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

Advertisement

আক্রান্তদের মাঝে ফুলবাড়ি থানার ওসি, ফুলবাড়ি উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং কুড়িগ্রাম জেনরেল হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ভূরুঙ্গামারী উপজেলার ২ জন নারায়ণগঞ্জ এবং একজন গাজীপুর ফেরত।

এ পর্যন্ত কুড়িগ্রামে মোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

নাজমুল হোসেন/এফএ/পিআর

Advertisement