দেশজুড়ে

সীমান্তের কর্মহীনদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষের জন্য পাঠানো খাদ্যসহায়তা বিতরণ করছে বিজিবি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে জেলার আখাউড়া স্থলবন্দর এলাকা ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে দেড়শ জনের কাছে খাদ্যসহায়তা তুলে দেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্যসহায়তার মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা কেজি তেল, এক প্যাকেট সুজি ও আধা কেজি লবণ।

আখাউড়া স্থলবন্দর এলাকায় খাদ্যসহায়তা প্রদানের সময় আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Advertisement

আজিজুল সঞ্চয়/এএম/পিআর