প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ২৩ দফা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জু্রি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
Advertisement
ই-মেইলের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি ইউজিসির ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়েছে।
নির্দেশনার মধ্যে উল্লেখ্যযোগ্য হিসেবে দেখা গেছে, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় চলমান সেমিস্টারের শিক্ষা কার্যক্রম অনলাইনে সন্তোষজনকভাবে পরিচালনা করছে, সেসব বিশ্ববিদ্যালয়ে চলতি সেমিস্টারেও অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে ল্যাবরেটরিভিত্তিক কোর্সের ব্যবহারিক ক্লাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সম্পন্ন করতে হবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ের পরীক্ষা ও মূল্যায়ন চলমান নিয়ম অনুযায়ী চলবে।
Advertisement
কমিশনের নির্দেশনা অনুযায়ী আগের মতো ৮টি সেমিস্টারে কোর্সের অসমাপ্ত পাঠ্যসূচির উপর অনলাইনে ক্লাস চলবে।
নির্দেশনায় বলা হয়েছে, চলমান সেমিস্টারে তত্ত্বীয় কোর্সের বিভিন্ন বিষয়ে রেজিস্ট্রিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ঐ সকল বিষয়ের অসমাপ্ত পাঠ্যসূচী (যা ৩০ শতাংশের মত) সন্তোষজনকভাবে সম্পন্ন হয়ে গেলে এবং অনলাইনের কার্যক্রম শুরুর আগে চলমান সেমিস্টারের বিভিন্ন বিষয়ে ইতােপূর্বে ক্লাস, উপস্থিতি, পারফরমেন্স, ক্লাস টেস্ট, মিড-টার্ম পরীক্ষার ওপর ভিত্তি করে যা মূল্যায়ন করা হয়েছে তার নম্বর এবং অনলাইনের পঠিত অংশের উপর এ্যাসাইনমেন্ট, কেইস স্টাডি, ভাইভা (ভিডিও ডিভাইস অন অবস্থায়), ভার্চুয়াল প্রেজেন্টেশন নিয়ে যথাযথ স্বচ্ছতা ও মান নিশ্চিত করে মূল্যায়ন সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা যাবে। মূল্যায়নের জন্য প্রয়োজন হলে পূর্বের সেমিস্টারের ফলাফল বিবেচনায় আনা যেতে পারে। সকল বিষয়ের ফলাফল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রকাশ করতে হবে।
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও অনলাইনে ক্লাস নেয়া শুরু করেনি বা নিকট ভবিষ্যতে শুরুর পরিকল্পনা নেই, সেসব বিশ্ববিদ্যালয় চলতি সেমিস্টারের অসমাপ্ত ক্লাস, পরীক্ষা ও মূল্যায়ন কী পদ্ধতি অনুসরণ করে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করবে তার একটি সুস্পষ্ট পদ্ধতি ও পরিকল্পনা লিখিতভাবে কমিশনকে আগামী ১৭ মে এর মধ্যে জানিয়ে অনুমােদন নিতে হবে।
ইউজিসির নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন
Advertisement
এমএইচএম/এনএফ/পিআর