আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৭৩৬ অভিবাসী

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪১ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ১৪ দিন নতুন রোগী শনাক্তের সংখ্যা এক হাজারের নিচে থাকল। দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৩৯ জন।

Advertisement

বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে পাঁচজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।

এর আগে, বুধবার ৭৮৮ জন নতুন রোগী শনাক্ত ও দুইজনের মৃত্যুর কথা জানিয়েছিল সিঙ্গাপুর। এতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২০ জনে। এছাড়া করোনা পজিটিভ আরও ছয়জন অন্য কারণে মারা গেছেন। এদিন ঘোষিত নতুন রোগীদের মধ্যে ৭৫৯ জন ছিলেন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

সিঙ্গাপুরে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক রয়েছেন। ইতোমধ্যেই তাদের প্রায় ১৭ হাজার ৭৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ নগররাষ্ট্রটির অন্তত ৫ দশমিক ৫ শতাংশ অভিবাসীই করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

বুধবার পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় রোগীদের মধ্যে ১ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/পিআর

Advertisement