দেশজুড়ে

২৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিম বাংলার বনগাঁ থানা এলাকায় আটক শিশুসহ ২৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। শনিবার তাদের হস্তান্তর করা হয়।আটকরা দালালের মাধ্যমে বেনাপোলের বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারত যায়। এদের মধ্যে ৮ পুরুষ, ৯ নারী ও ৬ শিশু রয়েছে। এদের বাড়ি যশোর, নড়াইল,শরীয়তপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।বিজিবি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা পশ্চিম বাংলার বনগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করে তাদের ক্যাম্পের নিয়ে আসে। পরে দু‘ দেশের বন্দি চুক্তি অনুযায়ী শনিবার তাদের বাংলাদেশে বিজিবির কাছে হস্তান্তর করেছে। রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে। জামাল হোসেন/এসএস/এমএস

Advertisement