জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৮ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘নোবেল ২০১৫’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ২০১৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম কী?উত্তর :  সভেতলানা অ্যালেক্সিয়াভিচ।২. প্রশ্ন : সভেতলানা অ্যালেক্সিয়াভিচের পেশা কী?উত্তর : সাংবাদিকতা।৩. প্রশ্ন : সভেতলানা অ্যালেক্সিয়াভিচ কোন দেশের নাগরিক?উত্তর : বেলারুশের।  ৪. প্রশ্ন : ১৯০১ সালের পর থেকে এ পর্যন্ত কতজনকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর : ১১১ জনকে।৫. প্রশ্ন : এ পর্যন্ত কতজন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন?উত্তর: ১৩ জন। ৬. প্রশ্ন : ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংগঠন? উত্তর : ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।৭. প্রশ্ন : ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট- এর অন্তর্ভুক্ত সংগঠন কয়টি?উত্তর : ৪টি।৮. প্রশ্ন : ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট- এর অন্তর্ভুক্ত সংগঠন চারটির নাম কি?উত্তর : তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান এমপ্লয়ার্স ইউনিয়ন, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ ও তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স।৯. প্রশ্ন : ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট কোন দেশের সংগঠনের সমষ্টি?উত্তর : তিউনিসিয়ার। ১০. প্রশ্ন : কোন অবদানের জন্য ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেটকে শান্তিতে নোবেল দেওয়া হয়?উত্তর : ২০১১ সালে তিউনিসিয়ার স্বৈরশাসনবিরোধী গণবিপ্লবের পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল সংলাপ আয়োজনের জন্য।১১. প্রশ্ন : শান্তিতে নোবেলের জন্য এ বছর কতটি আবেদন জমা পড়ে? উত্তর : ২৭৩টি।১২. প্রশ্ন : কতজন ব্যক্তি ও কতটি প্রতিষ্ঠান শান্তিতে নোবেলের জন্য আবেদন করে?উত্তর : ২০৫ জন ব্যক্তি ও ৬৮টি সংগঠন। ১৩. প্রশ্ন : ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?উত্তর : অর্থনীতিবিদ অ্যানগুস ডেটন। ১৪. প্রশ্ন : কোন অবদানের জন্য অ্যানগুস ডেটনকে নোবেল দেওয়া হয়?উত্তর : দারিদ্র্য দূরীকরণ, সমাজকল্যাণ ও অর্থনৈতিক নীতি নিয়ে গবেষণার জন্য।১৫. প্রশ্ন : অ্যানগুস ডেটন কোন দেশের অর্থনীতিবিদ?উত্তর : স্কটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ।১৬. প্রশ্ন : কত সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়?উত্তর : ১৯৬৮ সাল থেকে।১৭. প্রশ্ন : অ্যানগুস ডেটনকে পুরস্কারের অর্থ হিসেবে কী দেওয়া হয়?উত্তর : ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা। ১৮. প্রশ্ন : অ্যানগুস ডেটনের পেশা কী?উত্তর : অধ্যাপনা।১৯. প্রশ্ন : অ্যানগুস ডেটন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?উত্তর : যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।২০. প্রশ্ন : কোন অবদানের জন্য সভেতলানাকে সাহিত্যে নোবেল দেওয়া হয়?উত্তর : লেখাকে বর্তমান সময়ের দুঃখ-বেদনা ও সাহসিকতার স্মারক করে তোলার জন্য।এসইউ/পিআর

Advertisement