দীর্ঘ ১১ বছর পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হচ্ছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। আরো উপস্থিত রয়েছেন সাবেক স্বরাষ্টমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, খন্দকার আব্দুল বাতেন এমপি, একাব্বর হোসেন এমপি, মো. ছানোয়ার হোসেন এমপিসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ২০০৪ সালের ৫ জানুয়ারি সর্বশেষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অ্যাডভোকেট শামসুর রহমান খান শাহজাহানকে সভাপতি ও ফজলুর রহমান খান ফারুককে সম্পাদক করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতিসহ ১৩ জন ইতোমধ্যে মারা গেছেন। এছাড়া ৩ বছরের নির্বাচিত কমিটি পার করেছে ১১ বছর। নানা কারণে সম্মেলন না হওয়ায় কমিটির অনেক সদস্যই ঝিমিয়ে পড়েছেন।এসএস/এমএস
Advertisement