তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরি আনছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রিভ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরিচালিত স্মার্টফোন বাজারে আনছে ব্ল্যাকবেরি।  ‘এক্সিকিউটিভস ফোন’ বলে খ্যাত ব্ল্যাকবেরির নতুন এই ডিভাইসের নাম প্রিভ। স্মার্টফোন বাজারে টিকে থাকতে নতুন করে উদ্যোগ নিয়েছে কানাডাভিত্তিক কোম্পানি ব্ল্যাকবেরি। জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের দারস্থ হয়ে স্মার্টফোন আনছে তারা। নতুন এ ডিভাইসের নাম প্রিভ।‘এক্সিকিউটিভস ফোন’ বলে খ্যাত ব্ল্যাকবেরির নতুন ফোন প্রিভ বিক্রির জন্য একটি ওয়েব পেইজও খোলা হয়েছে। এতে ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েডচালিত মডেলটির কিছু তথ্যও প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েডচালিত প্রিভ ফোনে হেক্সা-কোর কোয়ালকম প্রসেসরের সঙ্গে রয়েছে ৩ গিগাবাইটের র্যাম। ডুয়াল কার্ভ ডিসপ্লে ৫ দশমিক ৪ ইঞ্চির। ক্যামেরার রেজ্যুলেশন ১৮ মেগাপিক্সেল। তবে অনলাইনে বুকিং দিলেও ক্রেতারা কবে নাগাদ এটি হাতে পাবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।জানা গেছে, ফোনটিতে ৩২ গিগাবাইট স্টোরেজ ক্ষমতা মাইক্রোএসডি কার্ডের সুবিধা নিয়ে বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারির কার্যক্ষমতা ৩৪১০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। এছাড়া ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করবে ডিভাইসটি। -দ্য ভার্জ।আরএস/এমএস

Advertisement