গণমাধ্যম

আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত, মোট ৬৫ জন

এবার দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের এক সংবাদকর্মী কারোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওই পত্রিকার মফস্বল ডেস্কে কাজ করেন। বুধবার তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

Advertisement

এ নিয়ে ৬৫ জন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আর সুস্থ হয়েছেন ১২ জন। এরই মধ্যে একজন মারা গেছেন। আরেকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া এই দুইজন দৈনিক সময়ের আলো’র পত্রিকার। এই পত্রিকার আরও ৫ জন করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাসের কারণে মানবজমিন ছাপানো সাময়িকভাবে বন্ধ হলেও বুধবার (৬ মে) আবারও বাজারে আসে। এতদিন শুধু অনলাইন সংস্করণ চালু ছিল পত্রিকাটির। আর এই মুহূর্তে একজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় অনেকেই হতাশ বলে জানা গেছে। তবে পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ জাগো নিউজকে বলেন, ‘এতদিন তো আমরা শুধু অনলাইন চালিয়েছি। সবাই বাসা থেকেই কাজ করেছি। আক্রান্ত উনিও বাসাতেই ছিলেন। তবে তার স্ত্রী নার্স। আমরা ধারণা করছি স্ত্রীর মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন। এ জন্য আগামীকাল তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হবে।’

Advertisement

করোনার সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত সুস্থ হওয়া সংবাদকর্মীরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির ১ জন ক্যামেরাপারসন, যমুনা টিভির ১ জন রিপোর্টার এবং নরসিংদী প্রতিনিধি, দীপ্ত টিভির ১ জন, এটিএন নিউজের ১ জন রিপোর্টার, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের ১ জন রিপোর্টার, দৈনিক সংগ্রামের ১ জন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর ১ জন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

এইচএস/বিএ