ভারতের কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, দেশজুড়ে শেষ হওয়ার কথা ১৭ মে। কিন্তু তার আগেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন দেশটির তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এর আগেও মোদি সরকারের ঘোষণার আগেই বিভিন্ন রাজ্য লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল।
Advertisement
তবে প্রথম রাজ্য হিসেবে তৃতীয় দফার লকডাউন বৃদ্ধির পর তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল তেলঙ্গানা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানায় লকডাউন চলবে আগামী ২৯ মে পর্যন্ত। প্রায় সাত ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন চন্দ্রশেখর রাও।
মুখ্যমন্ত্রীর দাবি, ‘মানুষ চাইছেন লকডাউন বাড়়ুক। আমি প্রধানমন্ত্রীকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’ রাজ্যের ছয়টি জেলা রয়েছে রেড জোনের আওতায়। তার মধ্যে গ্রেটার হায়দারাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, রঙ্গরেড্ডি ও মেদচল— এই তিনটি জেলায় অবস্থা বেশ খারাপ।
কনটেইনমেন্ট জোন বাদে কেন্দ্র রেড জোনে দোকানপাট খোলার কথা বললেও সেই পথে হাঁটেনি তেলঙ্গানা। চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ‘কেন্দ্র বলেছে রোড জোনে দোকানপাট খোলা যাবে। কিন্তু আমরা হায়দারাবাদ, মেদচল, সূর্যপেট, ভিকারাবাদে কোনো দোকান খুলতে দেইনি।’
Advertisement
রেড জোনে দোকান খুলতে না দিলেও কৃষিক্ষেত্র ও শিল্পক্ষেত্রে কিছু অংশ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। শস্যবীজ, সার ও কৃষিপণ্যের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে সে রাজ্যের সরকারের তরফে।
মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এ প্রসঙ্গে বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশই এই অসময়ে আমাদের খাওয়াবে না। তাই খাদ্য নিরাপত্তার ব্যাপারে স্বনির্ভরতা হারাতে চাই না আমরা।’
ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া হালনাগাদ তথ্য অনুসারে, তেলঙ্গানায় কোভিড-১৯রোগে আক্রান্ত হিসেবে হয়েছেন ১ হাজার ৮৫ জন। আক্রান্তদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার যখন ধাপে ধাপে বাড়াচ্ছে লকডাউন, সে সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে রাখল তেলঙ্গানা।
এসএ
Advertisement