দেশজুড়ে

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে এক চা বিক্রেতার (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান তিনি। শহরের মাছপট্টি এলাকার বাসিন্দা তিনি।

Advertisement

স্থানীয় বাসিন্দা মো. মিলন মিয়া বলেন, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। তার ছেলেমেয়ে ডাক্তার দেখাতে বললেও তিনি যাননি। আজ সন্ধ্যার দিকে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী হাসপাতাল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, সন্ধ্যা ৭টায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। যেহেতু তার উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. আবদুল মতিন বলেন, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বলা যাবে না। কোভিড-১৯ প্রোটোকল মেনে তাকে দাফন করা হবে।

Advertisement

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ