সাপ্তাহিক ছুটিসহ সরকারি অন্যান্য ছুটির ব্যাপারে ভাবনার সময় এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
Advertisement
তিনি বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে অনেক কিছুই ভাবতে হচ্ছে। এর মধ্যে সরকারি ছুটির বিষয়টিও সামনে আসবে হয়তো।
করোনা পরিস্থিতি এবং পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে জাগো নিউজের কাছে মতামত ব্যক্ত করেন মহাজোট সরকারের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। দিন যত যাচ্ছে সংকট তীব্র হচ্ছে। বেসামাল ইউরোপ-আমেরিকার মতো উন্নত বিশ্বও। বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকেও। এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিশিষ্টজনের মতামত নেয়া হচ্ছে জাগো নিউজের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সরকারের সাবেক মন্ত্রী নাসিমের মতামত নেয়া হয়, যেখানে সরকারি ছুটির বিষয়টিও গুরুত্ব পায়।
Advertisement
তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে অনেক কিছুই আমরা দেখতে পাবো, যা হয়তো ধারণার বাইরে। বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক নতুন সিদ্ধান্ত আসবে সামনের দিনে। সময়ের এ চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকেও ভাবতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন নিয়েও নতুন করে ভাবতে হবে।
নাসিম বলেন, অপ্রত্যাশিত হলেও বিশাল ছুটির ফাঁদে বাংলাদেশ। সব স্থবির। মানুষের জীবন বাঁচাতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্ত দীর্ঘ এ ছুটির কারণে অর্থনীতি যে হুমকির মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সাবেক এ মন্ত্রী বলেন, নাগরিকের জীবন ধারণের দিক বিবেচনা করেই সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিকভাবে সাপ্তাহিক ছুটি রোববার। সঙ্গত কারণে কোনো না কোনোভাবে তিনদিনের ছুটির কবলে পড়তে হয় আমাদের। আবার করোনা পরিস্থিতিতে অনির্ধারিত ছুটির মধ্যে রয়েছি আমরা। আরও কতদিন এমন অবস্থা থাকবে তা, বলা মুশকিল। সুতরাং করোনার প্রভাব কেটে গেলে সরকারি ছুটি কমানো নিয়ে অবশ্যই ভাবতে হবে। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমাদেরকে ত্যাগ স্বীকার করতেই হবে। অন্তত একটি সময়সীমা ধরে ছুটির ব্যাপারে ভেবে চলমান ক্ষতি পুষিয়ে নিতে হবে।
এএসএস/এমএসএইচ/এমকেএইচ
Advertisement