করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য বিশেষ খাদ্যসামগ্রী ও পুষ্টিকর ফলমূল পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
Advertisement
বুধবার (৬ মে) করোনা আক্রান্তদের বাসায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের কাছে এই উপহার পাঠিয়েছেন ডিএমপি কমিশনার।
এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপি জানায়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মালটা, লেবু, পেয়ারা, তরমুজ ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল।
Advertisement
এছাড়াও ডিএমপির যেসব সদস্য করোনার লক্ষণ নিয়ে হোম কোয়ারেন্টাইনে বা হোটেলে অবস্থান করছেন তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দুধ, ডিম ও জিংক ট্যাবলেটসহ কয়েক পদের মৌসুমি ফল সরবরাহ করা হচ্ছে।
কমিশনার মোহা. শফিকুল ইসলাম আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
এছাড়াও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা তাদের অধীনে থাকা আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে রয়েছেন বলে জানা গেছে।
এআর/এফআর/এমকেএইচ
Advertisement