মেহেরপুর জেনারেল হাসপাতালের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইইডিসিআরে নমুনা পরীক্ষায় বুধবার (০৬ মে) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই নার্স।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। এর আগে বুধবার সকালে গাংনী উপজেলায় দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। নার্স ও গাংনী উপজেলার দুজন মিলে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয়জনে। মৃতের সংখ্যা একজন।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, ২২ এপ্রিল মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনায় মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের একজনের মৃত্যু হয়। তার চিকিৎসা, দাফন-কাফন এবং সংস্পর্শে আসায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, ওসি, মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও আয়াসহ ২৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
এরপর তাদের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। বুধবার একজন নার্সের করোনা শনাক্ত হয়। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
Advertisement
আসিফ ইকবাল/এএম/এমকেএইচ