দেশজুড়ে

অসুস্থ হয়ে মাঠে শুয়ে আছেন পাগলি, হাসপাতালে নিলেন ওসি

রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট হাইস্কুলের মাঠে মুমূর্ষু অবস্থায় না খেয়ে পড়ে থাকা এক পাগলিকে (৪৬) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। একই সঙ্গে ওই পাগলির চিকিৎসাসেবা এবং নতুন পোশাকের ব্যবস্থা করেন তিনি।

Advertisement

বুধবার (০৬ মে) বিকেল ৩টার দিকে ওই পাগলিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ওই পাগলির নাম-পরিচয় জানা যায়নি।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বুধবার বাজার পরিদর্শনে গিয়ে জানতে পারি তিন-চারদিন ধরে না খেয়ে জর্জ পাইলট হাইস্কুল মাঠে মুমূর্ষু অবস্থায় এক পাগলি পড়ে আছে। করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যায়নি।

ওসি বলেন, এ অবস্থায় আমি ও থানা পুলিশের সদস্যরা ওই পাগলিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। তার চিকিৎসা ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজটি করেছে পুলিশ। করোনা আতঙ্কে মানুষ ওই পাগলির কাছে যায়নি। কিন্তু পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

Advertisement

রুবেলুর রহমান/এএম/এমএস