ফিলিপাইনের উত্তর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কুপ্পো। রোববার ভোরে রাজধানী ম্যানিলা থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম উপকূলীয় শহর কাসিগুরানে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। -খবর বিবিসির। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কাউন্সিল ডিজেডবিবি রেডিওকে জানিয়েছে, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।আমরা আশা করছি এটা শিগগিরই এ দেশকে অতিক্রম করবে।দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্দ্রার পামা বলেছেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা উপড়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এছাড়া দেশটিতে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট এবং ফেরি চলাচল বাতিল করা হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কায় বাস চলাচলও স্থগিত করেছে কর্তৃপক্ষ।আরএস/এমএস
Advertisement