করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে দেশের সকল সড়ক-মহাসড়কের প্রবেশ দ্বারে যানবাহনে জরুরি ভিত্তিতে জীবাণুনাশক (ব্লিচিং পাউডার মেশানো পানি) ছিটানোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
Advertisement
বুধবার (৬ মে) দেশের গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে গণপরিবহন বন্ধ করে। সম্প্রতি সরকারি আদেশেই ধীরে ধীরে গার্মেন্টস, কলকারখানা চালু করায় মানুষ নানা উপায়ে কর্মস্থলের দিকে ছুটছে।
ব্যক্তিগত পরিবহন, পণ্যবাহী গাড়ি অথবা সিএনজি অটোরিকশা, হিউম্যান হলার, ব্যাটারিচালিত ইজিবাইকে করে জীবন-জীবিকার তাগিদে, জরুরি প্রয়োজনে লোকজন যাতায়াত বাড়ছে। এ পরিস্থিতিতে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো নিরাপদ করা না গেলে করোনার সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে।
Advertisement
এ অবস্থায় স্ব স্ব সিটি করপোরেশন, ওয়াসা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে ওয়াসা, সিটি করপোরেশন ও পৌরসভা যৌথভাবে প্রতিদিন দেশের প্রতিটি সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্টপেজে সাবানসহ হাত ধোয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
এফএইচ/এমএসএইচ/এমএস