জাতীয়

চট্টগ্রামে করোনায় বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসকান্দর উল্লাহ (৫৪) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। প্রাণঘাতী এ ভাইরাসে প্রথমবারের মতো চট্টগ্রামে কোনো রাজনৈতিক নেতার মৃত্যু হলো।

Advertisement

বুধবার (৬ মে) বেলা ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। আজ অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।’

দলীয় সূত্রে জানা গেছে, এসকান্দর উল্লাহ পাহাড়তলী এলাকায় জাতীয়তাবাদী যুবদলের সংগঠক, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এফআর/জেআইএম