খেলাধুলা

করোনার কারণে চার হাজার কোটি টাকা ক্ষতির মুখে ইংলিশ ক্রিকেট

করোনাভাইরাসের কারণে পৃথিবীব্যাপিই মহা অর্থনৈতিক মন্দা নেমে এসেছে। কোটি কোটি মনুষ চরম দারিদ্রসীমার নিচে পড়ে যাচ্ছে। ফলে খাদ্য সঙ্কটও চরম আকার ধারণ করছে পুরো পৃথিবীতে। খেলাধুলার জগতেও একই অবস্থা বিরাজমান। অনেক বোর্ড, ক্লাব দেউলিয়া হয়ে যাওয়ার পথে।

Advertisement

এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যে তথ্য জানালো তা রীতিমত শঙ্কা জাগানিয়া। কারণ, করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়া এবং একই কারণে যদি এই মৌসুম আর শেষই করা না যায়, তাহলে ইসিবি অন্তত ৪ হাজার কোটি টাকার বিশাল ক্ষতির মুখে পড়ে যাচ্ছে।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এমনটাই দাবি করেছেন। ক্ষতির পরিমাণটা হিসাব করা হয়েছে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সব আসর মিলিয়ে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত সপ্তাহেই তাদের পুরো ক্রিকেট মৌসুম আপাতত আগামী জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। ঘরোয়া লিগে এখনও তাদের বাকি রয়েছে ৯ রাউন্ডের ম্যাচ।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন ক্রিকেটার্সডটকমকে বলেন, ‘আমরা ধারণা করছি এই বছর আর কোনো ক্রিকেটই হয়তো আয়োজন করা সম্ভব নয়। কারণ, আমরা যে কোনো পরিকল্পনা করবো, সে উপায় নেই। খুবই খারাপ পরিস্থিতি পার করছি আমরা। যদি ক্রিকেট না হয়, তাহলে আমরা অন্তত ৩৮০ মিলিয়ন পাউন্ড (প্রায় চার হাজার কোটি টাকা) লস করবো। একই সঙ্গে ইংল্যান্ডজুড়ে পেশাদার ক্লাব এবং জাতীয় দল মোট ৮০০ দিনের ক্রিকেট থেকে বঞ্চিত হয়ে যাবে।’

Advertisement

টম হ্যারিসন বলেন, ‘নিশ্চিত অর্থেই আমরা ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার মুহূর্তে চলে এসেছি। তবুও আমরা চেষ্টা করছি, ক্ষতির পরিমাণ কতটা কমিয়ে আনা যায়। সরকারেরও এ ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আমরা চেষ্টা করছি,যাই হোক এই মৌসুমে, লসের পরিমাণটা যেন ১০০ মিলিয়নের বেশি না হয়।’

আইএইচএস/