ফেনীতে করোনা জয় করে বাড়ি ফিরলেন দুই যুবক। এদের মধ্যে একজনের বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বমধু গ্রামে ও অপরজন সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে ছাড়পত্র পেয়ে তারা নিজ বাড়ি ফিরে যান।
Advertisement
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে থাকা দু’জন সুস্থ হয়ে উঠেছেন। এখানে আনার পর শারীরিক অবস্থার উন্নতি দেখে আরো দুইবার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৩ মে নমুনা পরীক্ষার দ্বিতীয় ফলাফল নেগেটিভ আসে। এছাড়া ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনাও নেগেটিভ আসে। তাই তাদের ছাড়পত্র দেয়ার সিদ্বান্ত নেয় স্বাস্থ্য বিভাগ।
সূত্র আরো জানায়, বিকেল ৩টার দিকে তাদেরকে স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়া সোনাগাজী উপজেলার ওই যুবক মুঠোফোনে বলেন, ফেনী ট্রমা সেন্টারের কর্তব্যরত ডাক্তার-নার্সরা সব সময় সাহস দিতেন। বলতেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব। আজ সকালে ছাড়পত্র দেয়া হবে জেনে খুব ভালো লেগেছে।
Advertisement
তিনি বলেন, বাড়িতে বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়েসহ পরিবারের অপর সদস্যরা রয়েছেন। তাদের ছেড়ে কখনো এতদিন কোথাও একা সময় কাটাইনি।
পেশাগত জীবনে সোনাগাজী ক্লিনিকের মেডিকেল টেকনোলোজিস্ট হিসেবে কাজ করতেন তিনি। গত ১৫ এপ্রিল নমুনা পরীক্ষা করা হলে ২০ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে। ২১ এপ্রিল থেকে ফেনী ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন তিনি।
আইসোলেশনে কিভাবে সময় কাটিয়েছেন জানতে চাইলে তিনি জানান, প্রতিদিন নামাজ ও কোরআন পড়ে সময় কাটিয়েছেন। মনে পড়লেই স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতেন।
এর আগে গত ১৬ এপ্রিল ছাগলনাইয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাকেও ট্রমা সেন্টারে আইসোলেশনে চিকিৎসা দেয়া হয় এবং আজ ছাড়পত্র দেয়া হয়েছে।
Advertisement
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ছাড়পত্র পাওয়া দু’জনকেই ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদুল হাসান/এফএ/জেআইএম