দেশজুড়ে

কুমিল্লায় ইউপি সদস্যসহ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুমিল্লায় ইউপি সদস্যসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। বুধবার (০৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে দুজন, মুরাদনগর উপজেলায় তিনজন, লাকসাম উপজেলায় দুজন, দেবিদ্বার উপজেলায় দুজন ও মনোহরগঞ্জ উপজেলায় একজন। বুধবার দুপুরে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্যাথলজি টেকনিশিয়ান আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নতুন করে ওই প্যাথলজি টেকনিশিয়ানের সহযোগী আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে উপজেলার এক মুদি দোকানি নতুন করে আক্রান্ত হয়েছেন। মুরাদনগর উপজেলায় তিনজন আক্রান্তের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।

বুধবার (০৫ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৭৬৬টি নমুনার মধ্যে দুই হাজার ৩৩৭টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৮ জনে। সুস্থ হয়েছেন ২৬ জন। মৃত্যু হয়েছে চারজনের।

Advertisement

কামাল উদ্দিন/এএম/এমএস