রাজনীতি

মিরপুরের অসহায় মানুষের পাশে বিএনপি নেতা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে ঘরবন্দি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা-১৪ আসনের কর্মহীন মানুষদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী।

Advertisement

দারুস সালাম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক সাজু একাদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে দলের প্রার্থী ছিলেন। মিরপুরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র এস এ খালেকের সন্তান সাজু বুধবারও (৬ মে) নিজ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

যতদিন দেশে এমন পরিস্থিতি থাকবে, ততদিন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান বিএনপির এই নেতা।

দেখা গেছে, ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর দারুস সালাম, শাহ আলী ও মিরপুর থানার গাবতলী ৯ নম্বর ওয়ার্ড, লালকুঠি মাজার রোড ১০ নম্বর ওয়ার্ড, মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন রাস্তা, উত্তর বিশিল, সনি সিনেমার মোড়, মিরপুর সেকশন ২ এবং ৬ ও ১২ নম্বর ওয়ার্ডের এলাকায় কয়েকহাজার অসহায় মানুষের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৫ মে) দারুস সালাম থানা বিএনপির ৯ ও ১০ নং ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে এস এ সিদ্দিক সাজুর সহযোগিতায় শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মহানগর উত্তর বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকা ১২ নম্বর আসনে বসবাসকারী যে সকল মানুষ প্রকাশ্যে উপহার সামগ্রী নিতে আপত্তি জানাচ্ছেন তাদের তথ্য সংগ্রহ করে প্রতিদিন তাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।

এসব নিয়ে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে মানুষ কষ্টে দিন পার করছেন। আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো এলাকার দিনমজুর, ছিন্নমূল ও মধ্যবিত্ত মানুষদের খাবার জোগানের চেষ্টা করে যাচ্ছি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ঘরবন্দি মানুষদের প্রতিদিন খেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে তা দিয়ে দিনের পর দিন চলা সম্ভব হচ্ছে না। এ কারণে লকডাউন পরিস্থিতির শুরু থেকে ঢাকা ১২ নম্বর আসনের এলাকাগুলোতে পর্যায়ক্রমে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন এসব উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘করোনা পরিস্থিতি একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতিতে আগে কখনও পড়েনি। এ কারণে এখন কারও বিরুদ্ধে অভিযোগ করার সময় নয়, সকলের সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। এ মুহূর্তে সচ্ছল মানুষদের সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সকলের প্রচেষ্টায় বাংলাদেশ থেকে করোনা মহামারি নির্মূল করা সম্ভব।’

Advertisement

এমএইচএম/এফআর/জেআইএম