লাইফস্টাইল

ঝটপট তৈরি করুন পেঁয়াজ পাকোড়া

ইফতারের জন্য কম ঝামেলায় দ্রুত কিছু তৈরি করতে চাইলে তৈরি করে নিন পেঁয়াজ পাকোড়া। এটি তৈরি করা বেশ সহজ, উপকরণও খুব বেশি লাগে না। খেতেও দারুণ সুস্বাদু। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

উপকরণ :মাঝারি আকৃতির পেঁয়াজ ৩টি (স্লাইস করে কেটে নিতে হবে)১/২ চা চামচ হলুদের গুঁড়া১/২ চা চামচ মরিচের গুঁড়া১/৪ চা চামচ জিরার গুঁড়া১ টেবিল চামচ পুদিনা পাতা২ চা চামচ ধনিয়া পাতা১ চা চামচ চালের গুঁড়া৫ চা চামচ বেসন।

প্রণালি:প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিতে হবে। এবার পেঁয়াজ থেকে পানি বের হলে তাতে সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ফ্রাইপেনে তেল গরম করে তাতে বড়ার মতো করে দিন।

সোনালি রং হয়ে গেলে তুলে ফেলুন। যে পাত্রে তুলবেন অবশ্যই সেটির ওপর একটি টিস্যু রেখে তার উপর পাকোড়া রাখুন। টিস্যুটি অতিরিক্ত তেল চুষে নিবে। ব্যস হয়ে গেল পেঁয়াজ পাকোড়া। ইফতারে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

এইচএন/জেআইএম