সিঙ্গাপুরে গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮৮ জন।
Advertisement
নতুন করে করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। তারা বিভিন্ন ডরমিটরিতে বসবাস করেন। গত কয়েক সপ্তাহে এসব ডরমিটরি থেকেই সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৯৮ জন।
অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫১৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৬৬১টি। অপরদিকে ২৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
Advertisement
মঙ্গলবার থেকে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে। লোকজন কাজে ফিরতে শুরু করেছে। তবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান পুণরায় চালু হয়েছে সেগুলোকে কঠোর বিধি-নিষেধ মেনে চলতে হবে। যেমন, অফিসে কর্মীদের সারাদিন ফেস মাস্ক পরে থাকতে হবে এবং লাঞ্চ ব্রেকের সময় কর্মীরা একত্রিত হতে পারবেন না।
দেশজুড়ে নতুন করে যেসব বিধি-নিষেধ জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলোকে কোভিড-১৯ য়ের দুনিয়ায় নতুন স্বাভাবিক কর্মকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো পুণরায় খুলে দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ডরমিটরিতে আইসোলেশনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। সেখানে তাদের দৈনন্দিন চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে।
টিটিএন/জেআইএম
Advertisement