খেলাধুলা

বিপিএলে মাশরাফি-সাকিবদের দল নির্ধারণে লটারি

নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আইকন ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা ছিল প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে। তবে সাকিবকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের পরিপ্রেক্ষিতে তা আর হচ্ছে না। এবার দেশ সেরা ৬ আইকন ক্রিকেটারের দল নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। এমনটাই জানিয়েছেন বিপিএল-এর গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস। এছাড়াও, নতুন করে প্রায় ২০ জন বিদেশি ক্রিকেটার বিপিএল-এ খেলতে আবেদন করেছে বলে জানান এই বোর্ড পরিচালক। তবে, বিশ্বকাপ প্রস্তুতির কারণে বিপিএল-এ খেলতে পারবে না অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।১৪ অক্টোবর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিপিএল-এর গভর্নিং কাউন্সিল-এর সদস্য সচিব জানিয়েছেন, সমঝোতার ভিত্তিতে ৬ আইকন ক্রিকেটারকে দল নির্ধারণ করে দেয়া হবে। এরপরই খবর উঠে ৬ আইকন ক্রিকেটারের নাকি দল ইতিমধ্যে দল ঠিক করা হয়েছে। যেমন সাকিব ঢাকা, মাশরাফি কুমিল্লা, তামিম চিটাগং, মুশফিক সিলেট, রিয়াদ বরিশাল ও নাসির রংপুরে। কিন্তু, বাস্তবতা হলো- এই ৬ আইকন ক্রিকেটারের দল এখনও নিশ্চিত হয়নি। অন্দরমহলের খবর হলো, ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের আইকন ক্রিকেটারকে পেতে আপসহীন। যে কারণে বেশ চাপে আছে বিপিএল-এর গভর্নিং কাউন্সিল। তাই সমঝোতার ভিত্তিতে না গিয়ে, বরং বিতর্ক এড়াতে লটারির মাধ্যমে আইকন ক্রিকেটার নির্ধারণের সিদ্ধান্ত আয়োজকদের।১৯৬ জন বিদেশি ক্রিকেটার আগেই আবেদন করেছেন বিপিএল খেলতে। যার মধ্যে নিবন্ধন হয়েছে দেড়শ` জনের। নতুন করে আরও প্রায় ২০ জন বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন।এদিকে, জানুয়ারিতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের যুবারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে। তারপরই ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক ম্যাচ খেলবে যুবারা। যে কারণে মিরাজ-পিনাকরা বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন না।এমআর/এমএস

Advertisement