আইন-আদালত

কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাকের জামিন আবেদন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের জামিন আবেদন করা হয়েছে।

Advertisement

বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা বেগমের আদালতে শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৫ মে) কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র্যাবের একটি দল। পরে তাদেরকে রমনা থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

রমনা থানায় ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

জেএ/এসআর/পিআর

Advertisement