আন্তর্জাতিক

মালদ্বীপে আটকেপড়াদের ফেরাতে নৌবাহিনী পাঠাচ্ছে ভারত

করোনাভাইরাস মহামারির কারণে মালদ্বীপে আটকেপড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে নৌবাহিনীর দু’টি জাহাজ পাঠাচ্ছে ভারত। আগামী ৮ মে থেকে তাদের দেশে ফেরানো শুরু হবে।

Advertisement

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানিয়েছে, তারা বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে ‘সমুদ্র সেতু’ নামে বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানের প্রথম ধাপে মালে সমুদ্রবন্দরে যাচ্ছে আইএনএস জলস্য ও আইএনএস মাগার। মালদ্বীপগামী এ দু’টি জাহাজই উভচর এবং এগুলো হাজারখানেক মানুষ সহজেই বহন করতে পারে।

বিবৃতিতে বলা হয়, দেশে ফেরা নাগরিকদের সমুদ্রপথেই প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হবে। এছাড়া করোনাভাইরাসের কারণে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, মালদ্বীপের ভারতীয় মিশন দেশে ফিরতে আগ্রহীদের একটি তালিকা তৈরি করেছে। প্রথম ধাপে অন্তত এক হাজার মানুষ নৌবাহিনীর জাহাজে করে ফিরবেন।

Advertisement

এদিকে, আগামী ৭ মে থেকে আকাশপথেও বিদেশে আটকেপড়া নাগরিকদের ফেরানো শুরু করবে ভারত। ১৩টি দেশ থেকে ৬৪টি ফ্লাইটে অন্তত ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফেরানো হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ইন্ডিয়া টাইমস

কেএএ/পিআর

Advertisement