দেশজুড়ে

চুয়াডাঙ্গায় নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত

চুয়াডাঙ্গায় নতুন করে আরও সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন।

Advertisement

বুধবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার পাঁচজন, দামুড়হুদা উপজেলার একজন ও আলমডাঙ্গার একজন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

সালাউদ্দীন কাজল/আরএআর/পিআর