মেহেরপুরের গাংনী উপজেলায় প্রথমবারের মতো দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ওমান ফেরত ও অপরজন ঢাকা থেকে এসেছেন। তারা দুইজনই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ আর মৃতের সংখ্যা একজন।
Advertisement
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, গাংনী উপজেলার রংমহল গ্রামের বাসিন্দা ২৯ বছর বয়সী এক ব্যক্তি গত ২৮ এপ্রিল ওমান থেকে আর ষোলটাকা গ্রামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ২৯ এপ্রিল ঢাকার মহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তাদের দুজনকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় ঢাকা ফেরত ব্যক্তির এবং আইইডিসিআরে ওমান ফেরত ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করা হচ্ছে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম
Advertisement