১৫৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়। ১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে সূর্য সেনের জন্মদিবস। ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানিয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে। ১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে বৃটেনে বিবিসি রেডিও প্রতিষ্ঠা করা হয়। ১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের জন্ম। ১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে বিদ্যুতের আবিস্কারক টমাস এডিসন পরলোকগমন করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে শেখ রাসেলের জন্মদিন। এইচআর/এমএস
Advertisement