নিঃসঙ্গতানিঃসঙ্গ মানুষের একটা দিক সবসময় শূন্যতায় পূর্ণ থাকে। – রবার্ট বয়েন্সএকজন কর্মব্যস্ত লোকও চরম নিঃসঙ্গ হতে পারে। – সিনেকানিঃসঙ্গতা মানুষকে ভোগায় অধিক। – বেঞ্জামিন হলনিঃসঙ্গতা মানুষকে অন্তত শান্তির সন্ধান দেয়। - ডা. স্যামুয়েল জনসনযে সঙ্গীত ভালোবাসে, তার জীবনে নিঃসঙ্গতার দুঃখ থাকে না।– এডিসনবচনচেয়ে চেয়ে চোখের ক্ষয়পর ভরসা কিছুই নয়। অর্থ : পরের ভরসা করা নিরর্থক এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস
Advertisement