খেলাধুলা

অবশেষে জানা গেলো, সৌম্যর ব্যাট কে কিনেছে

রোববার রাতে নিলাম হয়ে যাবার পর কাল সোমবার এবং আজ (মঙ্গলবার) সারাদিন জানা যায়নি সৌম্য সরকারের ব্যাট ও তাসকিন আহমেদের হ্যাটট্রিক বল কোন ব্যাংক নিলামে কিনে নিয়েছে।

Advertisement

অবশেষে ৩৬ ঘণ্টা পর জানা গেল সৌম্য সরকারের ব্যাট কিনেছে কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান। অকশন ফর অ্যাকশন থেকে আজ মঙ্গলবার রাতে জানানো হয়েছে, সৌম্য সরকারের ব্যাট সাড়ে চার লাখ টাকায় নিলামে কিনে নিয়েছে আইপিডিসি ফিন্যান্স।

এ খবর জানিয়ে অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বত্বাধিকারী আরিফ আর হোসেন দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, আইপিডিসি ফিন্যান্স সৌম্যর ব্যাট কিনলেও তাসকিনের বল যিনি কিনেছেন, তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

শুরুতে মনে হচ্ছিল সৌম্যর ব্যাট আর তাসকিনের বল দুটিই কোন একটি প্রাইটে ব্যাংক কিনে নিয়েছে। তবে আজ আরিফ আর হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, সৌম্যর ব্যাট আইপিডিসি ফিন্যান্স কিনলেও তাসকিনের বল কিনে নিয়েছেন একজন ব্যক্তি। কোন প্রতিষ্ঠান নয়।

Advertisement

এআরবি/আইএইচএস