করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই। সেসব মানুষের জন্য বাড়ি থেকে রান্না করা খাবারের প্যাকেট নিয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় বিতরণ করছেন যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-দফতর সম্পাদক। জানা গেছে, রোজার প্রথম দিন থেকে প্রতিদিনই এক থেকে দেড়শ মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন কামরুল। তবে গত সোমবার ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি। আগারগাঁওয়ে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের ফুটপাতে (র্যাব অফিসের পাশে) তিনি এ খাবার বিতরণ করেন। সেখানকার বস্তিতে অবস্থান করা অসহায়, পথচারী, ছিন্নমূল, ভাসমান, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবীসহ সব মানুষের মাঝে তিনি ওই খাবার বিতরণ করেন।
Advertisement
ইফতারের মধ্যে থাকে ছোলা, পিঁয়াজু, বেগুনি, খেঁজুর ও আপেল। তবে ৫ দিন পর পর খিচুড়ি ও মাংস ইফতার হিসেবে দিচ্ছেন কামরুল। পবিত্র রমজানে কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে প্রতিদিন বিকেলে একই স্থানে মানুষের মাঝে রান্না করা খাবার দেন এই যুবলীগ নেতা।
আগামীতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, একেবারে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছি। ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে, এ জন্য এই প্রয়াশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, আমরা যাদের খাবার দিচ্ছি আগে স্যানিটাইজার দিয়ে তাদের হাত ভালোমতো জীবাণুমুক্ত করে তারপর ইফতার দিচ্ছি।
Advertisement
সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, যারা রমজানে রোজার আগে ইফতার না করে ওই সড়ক দিয়ে যাচ্ছেন তাদের সবার হাতেই আমরা ইফতার তুলে দিচ্ছে। কারণ, বর্তমান করোনা সংকট পরিস্থিতে অনেক মানুষ বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু তার কাছে হয়তো ইফতার করার মতো টাকা নেই। এ জন্য আমরা তাদের হাতে ইফতার দিয়ে যাচ্ছি।
ফেসবুকে এই কার্যক্রমের কথা জানতে পেরে পরিচিত আরও কয়েকজনও খাবার রান্না করে সহায়তা করছেন জানিয়ে কামরুল বলেন, অনেকেই এতে উৎসাহিত হচ্ছেন। অনেকেই রান্না করে খাবার দিচ্ছেন। পরে আমি তা মানুষের মাঝে বিলি করি।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে একটি সংকটকাল আমরা পার করছি। বর্তমান সংকটে সবচেয়ে বিপদে পড়েছেন শহরের অসহায়, দরিদ্র মানুষ। যুবলীগের পক্ষ থেকে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে আমি একেবারে ব্যক্তিগতভাবেই এই উদ্যোগ নিয়েছি।
এইউএ/জেডএ/এমএস
Advertisement