দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত যুবক

সাতক্ষীরায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় ফিরে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার।

Advertisement

তিনি বলেন, আক্রান্ত যুবকের বাড়ি দেবহাটা উপজেলায়। নারায়ণগঞ্জ থেকে ফিরে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

জানা গেছে, গত ১ মে ভোরে ট্রাকে করে নারায়ণগঞ্জ থেকে দেবহাটায় ফেরেন ২৪ জন ইটভাটা শ্রমিক। তাদের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে। দীর্ঘদিন তারা নারায়ণগঞ্জ জেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেছেন।

সাতক্ষীরা ফেরার পর তাদের দেবহাটার সখিপুরস্থ সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ৩ মে (রোববার) ওই যুবকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়।

Advertisement

এ ব্যাপারে জানতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেননি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ওই যুবকের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। আমরা খোঁজখবর নিচ্ছি। তবে সাতক্ষীরা থেকে পাঠানো নমুনায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে আমাদের।

আকরামুল ইসলাম/এএম/এমএস

Advertisement