দেশজুড়ে

পুলিশকে অক্সিজেন সিলিন্ডার দিলেন শামীম ওসমানের স্ত্রী

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পত্নী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির ব্যক্তি উদ্যোগে জেলা পুলিশের করোনায় আক্রান্তদের চিকিৎসা সুবিধার্থে ৯.৮ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশের ৫৫ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে চারজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। যাদের মধ্যে দু’জনের রিপোর্ট রোববার নেগেটিভ এসেছে। বাকিরা জেলা পুলিশ লাইন্স, ফতুল্লার ইসদাইর স্টেডিয়াম ও বাসায় আইসোলেশনে। মোট ছয়জন সদস্য সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসার্থে অক্সিজেন সিলিন্ডার এখন খুবই জরুরি। এমপি শামীম ওসমান পত্নী লিপি ওসমানের দেয়া অক্সিজেন সিলিন্ডার আমরা বুঝে পেয়েছি। এই দুর্লভ সময়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisement

এ বিষয়ে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি জানান, আমাদের উচিত এ করোনাকালে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সবার পাশে দাঁড়ানো। এটি সামান্য কিছু করার প্রয়াসমাত্র। একজন রোগী যদি অক্সিজেন পেয়ে কিছুটা সুস্থতা অনুভব করে সেটাই স্বার্থকতা। আল্লাহ যেন কবুল করেন। সকলকে সুস্থ করে দেন।

প্রসঙ্গত, ইতিমধ্যে ফতুল্লায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত পৌর স্টেডিয়ামের দুটি বিশাল কক্ষে এ সেন্টার স্থাপন করা হয়। সেখানে ২০ বেডের আধুনিক সুবিধা সম্বলিত আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টারের প্রতিটি কক্ষে ইন্টারনেট সংযোগসহ ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক জীবনযাপনে আইসোলেশনের উপযোগী করা হয়েছে। রাতেই ফতুল্লা মডেল থানার ৬ষ্ঠ তলায় থাকা পাঁচজন পুলিশ সদস্যকে এ আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। এ সেন্টারে পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানায় আক্রান্ত পুলিশ সদস্যদেরও স্থানান্তর করা হবে।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস

Advertisement