মোবাইল ওয়ালেট ব্যবহারে গুরুত্ব প্রদান করে টাকায় থুতু ও লালা ব্যবহারে শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
Advertisement
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতিদিনই দেশে করোনা শনাক্তের হার বাড়ছে। এর মধ্যে সরকার ঈদ সামনে রেখে ১০ মে থেকে দোকানপাট, শপিংমল, ব্যবসা-বাণিজ্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা জাতিকে ভাবিয়ে তুলেছে।
অনেক পূর্বেই আলোচনা ও গবেষণায় প্রকাশিত হয়েছে যে, কাগুজে টাকা থেকে করোনাভাইরাস ছড়াতে পারে। একে তো অনেক ব্যক্তির হাতে লেনদেন তার ওপর টাকা গুনতে অনেক ব্যক্তিই মুখের লালা বা থুতু ব্যবহার করে, যা করোনা মহামারির জন্য ভয়াবহ। আমাদের দেশের দোকানি বা ব্যবসায়ীরা অধিক টাকা গোনার জন্য লালা বা থুতুর ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে।
বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে আইসিসি ক্রিকেট বলে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করেছে এবং ফিফাও ফুটবল মাঠে থুতু ফেললে হলুদ কার্ড প্রদর্শনের নিয়ম জারি করতে যাচ্ছে। উন্নত বিশ্বে মোবাইল ওয়ালেট ব্যবহারের ফলে নগদ অর্থের লেনদেন কমে এসেছে। আমাদের দেশে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হলেও মোবাইল ওয়ালেট হিসাবে অতিরিক্ত চার্জের কারণে মোবাইল ওয়ালেট হিসেবে ব্যবহার করা যায়নি। কারণ এক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন করতেও উচ্চ সার্ভিস চার্জ দিতে হয়। সরকার পেপল উদ্বোধনের পর এর প্রচার না থাকায় এটি অন্ধকারেই রয়ে গেছে।
Advertisement
যেকোনো সময়ই চার্জবিহীন লেনদেনের জন্য মোবাইল ওয়ালেট ব্যবহারের গুরুত্ব অপরিসীম। আগামী ১০ মে’র পূর্বে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা প্রকাশ করি। সেই সাথে টাকা গুনতে থুতু বা লালা ব্যবহার করলে তার জন্য শাস্তির বিধান করতেও সরকারের প্রতি অনুরোধ করছি।
এইচএস/এনএফ/পিআর