দেশজুড়ে

পাবনায় ২ নার্সের করোনা শনাক্ত, জেলায় মোট ১৩ জন আক্রান্ত

পাবনা জেনারেল হাসপাতালের ২ জন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন স্টাফ নার্সসহ ৩ জন করোনা আক্রান্ত হন। নতুন করে ২ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৫২ এবং একজনের বয়স ২৯ বছর। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ৩০ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয় এবং মঙ্গলবার (০৪ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পাবনা স্বাস্থ্য বিভাগের কাছে আসে।

Advertisement

এতে দু’জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়। পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত ২৮ এপ্রিল পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স এবং চাটমোহর উপজেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব) করোনা আক্রান্ত হন। এছাড়া চাটমোহরে ২ জন, ভাঙ্গুড়ায় ২ জন(স্বামী-স্ত্রী), পাবনা শহরে একজন কবি, সাঁথিয়ায় একজন এবং সুজানগরে একজন করোনা আক্রান্ত হন।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর জানান, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (০৫ মে) পর্যন্ত করোনা উপসর্গ থাকায় পাবনায় ৬২৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৭৩ জনের। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয় এবং নমুনা নষ্ট হয়েছে ৩২ জনের।

যাদের নমুনা নষ্ট বা ইনভ্যালিড হয়েছে তাদের পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে তাদের নমুনা পুনরায় পাঠানো হবে। তিনি জানান, করোনা পজিটিভ হওয়ায় এখন পর্যন্ত চাটমোহর উপজেলা হাসপাতাল এবং এর আবাসিক এলাকা ও আক্রান্ত সব রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০০ বেডের পাবনা কমিউনিটি হাসপাতাল, পাবনা জেনারেল হাসপাতালে ২০ বেড এবং জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে মোট ২০০ বেড (আইসোলেশন) প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

একে জামান/এমএএস/এমএস