প্রায় দুই মাস করোনাভাইরাসের কারণে পর্তুগালে নিজের বাড়িতে লকডাউন থাকার পর অবশেষে সোমবার শেষ বিকেলে ইতালিতে ফিরে এলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এসেই পরিবারসহ তাকে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যেতে হলো।
Advertisement
ইতালিয়ান মিডিয়া জানাচ্ছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোনালদো তার পরিবার-পরিজন নিয়ে তুরিন বিমান বন্দর ল্যান্ড করেন। পর্তুগালে নিজের বাড়ি মাদেইরা থেকে সরাসরি ব্যক্তিগত বিমানে ইতালিতে আসেন সিআর সেভেন। এরপর সেখান থেকে তুরিনে নিজের বাড়িতে গিয়ে পৌঁছান জুভেন্টাসে খেলা এই ফুটবলার।
ইতালিতে ফিরলেও নিয়ম অনুযায়ী, তুরিনে নিজের বাড়িতে ২ সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে। সঙ্গে কোয়ারেন্টাইন পালন করবেন তার পরিবারের বাকি সদস্যরাও।
ইতালিয়ান সিরি-আ’তে গত ৮ মার্চ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন রোনালদো। আলিয়াঞ্জ স্টেডিয়ামে দর্শকশূন্য ওই ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল রোনালদোর ক্লাব জুভেন্টাস। এরপরই করোনা মহামারির কারণে ইতালির ঘরো সব ধরনের খেলাধুলা স্থগিত ঘোষণা করা হয়।
Advertisement
ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ শেষেই নিজের বাড়ি পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো। তার মা দোলোরেস হার্ট অ্যাটাক করার কারণে। সখানে গিয়েই আটকা পড়েন সিআর সেভেন এবং নিজ বাড়িতেই অবস্থান করেন গত প্রায় দুই মাস।
এরপর গত দুই মাসে ইতালিতে করোনার থাবায় প্রাণ গেছে ২৯ হাজার মানুষের। আক্রান্ত হয়েছে ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ। সম্প্রতি আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড কিছুটা কমে আসার কারণে ইতালি সরকার ঘোষণা দিয়েছে লকডাউন কিছুটা শিথিল করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার।
ইতালিয়ান সিরি-আ’ও চিন্তা করছে জুনের মধ্যেই মাঠে ফুটবল ফিরিয়ে আনা যায় কি না। এরই মধ্যে ইতালি ফুটবল ফেডারেশন ক্লাবগুলোর ফুটবলারদের অনুশীলনের অনুমতি দিয়েছে। এ কারণেই জুভেন্টাস তাদের ক্লাবে খেলা ১০ বিদেশি ফুটবলারকে ডেকে পাঠায়।
সিরি- আ’তে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে জুভেন্টাস। সে সঙ্গে জুভদের লক্ষ্য টানা নবম স্কুডেট্টো (সিরি-আ শিরোপা) জয়ের। তবে, বিদেশিসহ দলের ফুটবলারদের ফিরিয়ে আনা হলেও জুভেন্টাস এখনও তারিখ নির্দিষ্ট করেনি, কবে তারা আনুষ্ঠানিকভাবে ট্রেনিং শুরু করবে।
Advertisement
আইএইচএস/