জাতীয়

মুনতাসীর মামুন ভালো আছেন, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত ইতিহাসবিদ, অধ্যাপক ড. মুনতাসীর মামুন ভালো আছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই ইতিহাসবিদকে মঙ্গলবার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশে তার সুচিকিৎসা নিশ্চিত করতে মুগদা জেনারেল হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. গোলাম নবী ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন, নাক-কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মাহবুবুর রহমান এবং অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিছুর রহমান।

মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক দলের সভাপতি ও অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু আজ (৫ মে) বিকেল সোয়া ৩টায় জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, গতকাল নমুনা পরীক্ষায় অধ্যাপক মুনতাসীর মামুনের করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেও বর্তমানে ভালো আছেন। গতকাল তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও আজ তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

অধ্যাপক লিটু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গত ৩ মে সন্ধ্যায় ভর্তি হন ড. মুনতাসীর মামুন।

এমইউ/জেডএ/পিআর

Advertisement