ফিচার

অতিথি ফেরাতে দরজা বন্ধ, দেয়ালে পোস্টার

করোনাভাইরাসের কারণে লকডাউন সারাদেশে। সবাই কার্যত গৃহবন্দি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব–কেউ কারো বাড়ি যান না। আত্মীয় বা অতিথিরা কারো ঘরে আসুক, তা-ও চান না কেউ। কারণ করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা। তাই দূরে থাকাই এখন নিরাপদ থাকার সর্বোত্তম উপায়।

Advertisement

এমন পরিস্থিতিতে বাড়ির মূল দরজায় এখন আর ‘ওয়েলকাম’ শব্দটি নেই। বরং তার জায়গায় নতুন পোস্টার। সেখানে লেখা রয়েছে, ‘রাগ করলে করুন। কিন্তু আগামী ১৫ দিন সরকারের নিয়ম মেনে আমাদের বাড়িতে আসবেন না। আমরাও আপনাদের বাড়িতে যাব না।’ লেখার নিচে রয়েছে ঘরের মালিকের স্বাক্ষর।

ভারতের পুরুলিয়া শহরে এমনই চিত্র দেখা গেছে। সেখানে মেলামেশা, আড্ডা, ঘুরে বেড়ানো দূরের কথা। প্রতিবেশীদের মুখ দেখাদেখিও কার্যত বন্ধ। বারান্দায় দাঁড়িয়েই একটু অন্যের মুখ দেখা যাচ্ছে। সেই জন্যই দরজায় পোস্টারে এমন লেখা।

আগে নিজের নিরাপত্তা, পরে সৌজন্য। অন্তত এমন পরিস্থিতিতে। ইতোমধ্যে এ পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। করোনার সংক্রমণ ঠেকাতে এ পোস্টারই যেন হাতিয়ার হয়ে উঠেছে। এতে আত্মীয় বা অতিথিরা রাগ করলেও মাথা ঘামাচ্ছেন না গৃহস্থরা।

Advertisement

ফলে এখনও পর্যন্ত এ জেলায় একজনও করোনা পজিটিভ পাওয়া যায়নি। পোস্টারের পাশাপাশি করোনা সচেতনতায় সবাইকে গৃহবন্দি রাখতে দেয়াল লিখনও হয়েছে। সুতরাং করোনাভাইরাস শুধু বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকেই চুরমার করছে না, আত্মীয়তায়ও বড়সড় ধাক্কা দিচ্ছে।

এসইউ/পিআর