আন্তর্জাতিক

মালদ্বীপে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে করোনায় আক্রান্ত এই বাংলাদেশি রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

Advertisement

মালদ্বীপের ইংরেজি দৈনিক সান বলছে, করোনায় আক্রান্ত এক বাংলাদেশির শারীরিক অবস্থার অবনতি ঘটায় মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তাকে এই হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে মারা যান তিনি।

এর আগে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বাংলাদেশি ওই প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

গত ২৯ এপ্রিল মালদ্বীপে প্রথমবারের মতো দেশটির এক নাগরিকের প্রাণহানি ঘটে করোনায়। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন; যাদের অধিকাংশই প্রবাসী।

Advertisement

এসআইএস/জেআইএম