দেশজুড়ে

বগুড়ায় করোনাভাইরাস : স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন আক্রান্ত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ল্যাবে নমুনা পরীক্ষায় স্বাস্থ্যকর্মীসহ দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

আক্রান্ত দুইজনকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন অফিস।

বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন বলেন, বগুড়ার শজিমেক ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে বগুড়ার মোট ১০২, জয়পুরহাটের ৮৫ এবং সিরাজগঞ্জের একজনের নমুনা পরীক্ষা করা হয়।

বগুড়ার ১০২ জনের নমুনা পরীক্ষায় সরকারি হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং একই হাসপাতালের ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকা এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় মোট ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Advertisement

অন্যদিকে, জয়পুরহাট জেলার মোট ৮৫ জন ও সিরাজগঞ্জের একজনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

এএম/এমকেএইচ