দেশজুড়ে

শেকড়ের টানে করোনা দুর্গতদের পাশে তারা

নাটোরের সিংড়া উপজেলায় জন্ম তাদের। কর্মস্থলের কারণে ঢাকায় বসবাস করেন। তবুও তারা শেকড়কে ভুলে যাননি। তাই তো এলাকার করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। বলছিলাম ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির কথা।

Advertisement

সমিতির সদস্যরা গত ৩ মে সিংড়া চলনবিল মহিলা কলেজ ক্যাম্পাসে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। স্থানীয় পল্লী নিবাসের বাসিন্দাসহ যারা করোনার প্রভাবে কর্মহীন ও অভাবী হয়েছেন, তাদের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান কামরান প্রমুখ।

ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করেন ফাইভ স্টার এভিয়েশনের সত্ত্বাধিকারী মো. নাজমুল হাসান, ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি প্রভাষক মো. আউয়াল কবির পিকে, বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. মাসুদ রানা, সিংড়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক মুন প্রমুখ।

Advertisement

শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ হিসেবে চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়। উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, ‘এক ধরনের দায়বদ্ধতা থেকেই মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছি। এভাবে সমাজের বিত্তবানদের গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

উল্লেখ্য, ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ সমিতি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। সিংড়ায় জন্ম নেওয়া প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারভীনসহ দেশ-বিদেশে কর্মে-যোগ্যতায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের সংবর্ধিত করে।

এসইউ/জেআইএম

Advertisement